জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারগঞ্জ পৌর শাখার অন্তর্গত সকল ওয়ার্ড কমিটি স্থগিত করা হয়েছে। গত ২৬/১১/২০ইং তারিখে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান ও সাধারণ সম্পাদক মো. ওমরুজ্জামান দর্শন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় সিদ্ধান্ত না মেনে কমিটি গঠন করার কারণে মাদারগঞ্জ পৌর ছাত্রদলের অধিনস্থ ওয়ার্ড গুলোর সকল কার্যক্রম স্থগিত করা হইলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাদারগঞ্জ পৌর ছাত্রদলের অধিনস্থ ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে।