মোঃ সিরাজুল হক
ধর্মে ধর্মে নেই কোন গ্লানী
নেই কোন ব্যবধান
এক হয়ে যাও
মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান।
করি সবে মানবতার জয়গান।
সকল ধর্মের মুলমন্ত্র মানব সেবা সত্য দর্শন,
তার চেয়ে নেই কোন পূণ্যকর্ম নেই স্রষ্টা সাধন।
কোরআন বাইবেল গীতা যত মহা ধর্মগ্রন্থ,
দেখিয়েছে সৎ পথ দেখিয়েছে সাম্য।
একই মায়ের সন্তান সবে নেই ভেদাভেদ,
একই রক্তে পয়দা সবে একই মালিকের খেত।
একই মালিকের হয় দুনিয়া আখের স্বর্গ নরক,
একই পথে এসেছি আমরা যাওয়ার একই সড়ক।
স্রষ্টাকে ভালোবেসে জীবে প্রেম করেছে যেজন,
তার চেয়ে নেই মহামানব নেই গুণিজন।