মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির বাংলা শকুনটি সোমবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বন্যপ্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, গত বুধবার রাত থেকে শকুনটিকে সুস্থ করতে রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছিল। গ্লুকোজ, স্যালাইন ও পানি ইত্যাদি দেয়ার পর শকুনটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে মুরগীর মাংস খেতে দেয়া হয় শকুনটিকে।
গত বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকার একটি মাঠে শকুনটিকে পড়ে থাকতে দেখে এটির সাথে খেলা জুড়ে দেয় স্থানীয় কিছু শিশু-কিশোর। এক পর্যায়ে তারা শকুনটিকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে রাখে।
সেখান থেকে অসুস্থ অবস্থায় এ শকুনটিকে উদ্ধার করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছিল। শকুনটি পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতির বাংলা শকুন বলে জানিয়েছিল বন্যপ্রাণী বিভাগ