স্টাফ রিপোর্টারঃ
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), ময়মনসিংহ -এর উদ্যোগে ” বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সভাপতি সুমন চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় আজ ২০-০১-২০২২ রোজ বৃহস্পতিবার, ময়মনসিংহ জেলা পরিষদ ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ আয়োজিত করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কোতুয়ালী বিএনপির সাবেক সেক্রেটারি হেলাল উদ্দিন,জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন।

এমএএফ আয়োজিত ” বর্তমান পরিস্থিতে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়িতা সৈয়দা সেলিমা আজাদ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক মনোয়ারুল সেলিম, এমএএফ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাশিদ আহমেদ নিসর্গ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তসলিমা বেগম লাভলী, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, মহানগর আওয়ামী লীগের সদস্য আনোয়ারা খাতুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য গোলাম মোস্তফা তপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী,জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহীদ আমিনী রমি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শরীফ উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমিন, নূরজাহান মিতু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজীন চৌধুরী লিলি,মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.রাশিদা তাহমিনা প্রীতি, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আতিয়া ফাইরুজ মলি,মহিলা দলের যুগ্ম সম্পাদক তাসনিম তিথি, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার কলি,ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা এনামুল হক শাহীন, জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলি প্রমুখ।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে মতবিনিনয় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক।
উল্লেখ্য আওয়ামী লীগ-্,বিএনপি,জাতীয় পার্টি ও সিভিল সোসাইটির সমন্বয়ে ডিআই এর পৃষ্ঠপোষকতায় গঠিত মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে উপর্যুক্ত বিষয়ের আলোকে গত ১৭-০১-২০২১ ময়মনসিংহের জেলা প্রশাসক ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ, মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ, ডিআই পলিটিকাল ফেলো, মাস্টার ট্রেইনারগণ সকলেই ঐক্যমত পোষণ করেন সঠিক নিয়মে মাস্ক ব্যবহারের বিকল্প নেই এবং দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে একযোগে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করতে হবে।
রাজনৈতিক দলসমূহ তাদের মূল দল ও সহযোগী সংগঠনসমূহকে মাস্ক ক্যাম্পেইন সহ করোনা সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখারও নির্দেশনা প্রদান করবে বলে মতবিনিময় সভায় উপস্থিত তিনটি শীর্ষ দলের নেতৃবন্দই জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *