স্টাফ রিপোর্টারঃ
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, (এমএএফ) ময়মনসিংহ -এর সহযোগিতায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও সোনাখালী পজালারচর উচ্চ বিদ্যালয়কে ০১-০৮-২০২২ সোমবার বাল্যবিবাহমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
আবুল মনসুর মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ও সোনাখালী পাজলারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ মনোনীত ডিআই পলিটিকাল ফেলো শাহ্ আলমগীর জয় -এর সভাপতিত্বে ও মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহের সভাপতি সুমন চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানেই বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদা হোসেন মলি, শরীফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহীন, দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, সম্মানিত সদস্য ফরিদা ইয়াসমিন পারভীন,নূরজাহান পারভীন প্রমুখ উপস্থিত থেকে সচেতনামূলক বক্তব্য রাখেন।
বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা শেষে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষকমন্ডলী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তাবৃন্দ ও মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহের নেতৃবৃন্দ যৌথভাবে
” বাল্যবিবাহমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান” ঘোষণা সম্বলিত স্টিকার প্রতিষ্ঠানগুলোর মূল ফটকে লাগিয়ে দেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিকও মতবিনিময় সভা ও আনুষ্ঠানিকভাবে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা সম্বলিত স্টিকার লাগানোর সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পলিটিকাল ফেলো শাহ্ আলমগীর জয় ও কামরুন্নাহার কলি তাদের ফেলোশীপের এসাইনমেন্টের অংশ হিসেবে ইতিপূর্বে করোনা পরবর্তী সময়ে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাল্যবিবাহবিরোধী ক্যাম্পেইন পরিচালনা করেছিল।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ উক্ত দুটি প্রতিষ্ঠান সহ ময়মনসিংহের আরো বেশ কিছু স্কুল-কলেজে বাল্যবিবাহবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত ইনস্টিটিউটগুলোকে বাল্যবিবাহমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণা করবে।