মোঃ জাবেদুল ইসলাম-
মাহে রমজান-
সিয়াম সাধনার মাস,
মাহে রমজানে-
আল্লহ তায়ালার বাণী –
মহা গ্রহন্থ খানি-
আল কোরআন
পৃথিবীতে হয়েছে নাজিল।
মাহে রমজান মাস
দান খয়রাতের মাস
গরিব – দুঃখীর প্রতি রাখি
যেন মোরা সদা সুদৃষ্টি।
সুযোগ যেন না হারাই মোরা
পুনের্র ভাগ নিতে।
রমজান মোরা বেশি বেশি
সালাত আদায় করি।
রমজানে মোরা কোরআন পড়ি
করি সৎ কাজ।
সদা সত্য কথা বলি যেন মোরা,
নাহি করি যেন কোন লাজ।
মাহে রমজানে-
শয়তান থাকে শৃঙ্খলাবদ্ধ ঘরে
বান্দারা সব কায়মন বাক্যে,
সালাত আদায় করে।
মাহে রমজানে
দুই হাত তুলি করি মোনাজাত
হে রহিম রহমান।
মোর গুনাহ সব ক্ষমা করে দাও,
সাথে বাবা মা ভাই বোন ও সবার।