ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হামিদা আক্তার ইতি (১৩ ) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি )সকাল সাড়ে ১০ টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে নলছিটি থানা পুলিশ।
নিহত হামিদা আক্তার ইতি কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে এবং কুলকাঠি শহীদিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন।
হামিদা আক্তারের স্বজনরা জানান, ওর মা সকালে পাশের বাড়িতে লোক মারা গেছে সেখানে গেছিল।ও ঘরে একা ছিল। পরে আমরা ঘরের আড়ার সাথে ঝুলন্ত মরাদেহ দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। পরিবারের কারো সাথে কোন ঝগড়া বা অভিমান কিছু হয়নি। কি কারণে এমন হল আমরা বুঝতে পারছি না।
হামিদার বাবা কৃষক ফারুক হোসেন খলিফা বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হতে পারে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।তবে হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।