NAP News 18-06-2017

ঢাকা প্রতিনিধি

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে যাওয়ার পথে চট্টগ্রা‌মের রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএন‌পি মহাস‌চি‌ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, বিএনপির মত একটি বৃহত রাজনৈতিক দলের মহাসচিব ও পরিচ্ছন্ন রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ পাহাড়ী এলাকায় যাবেন তা জেনেও সরকার ও প্রশাসন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না করে অসুস্থ ও প্রতিহিংসার নগ্ন পরিচয়কে উম্মোচিত করেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার তাঁর ব্যর্থতা আড়াল করতে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার কোন রকেম অপকৌশল গ্রহন করবে না বলেই আমরা বিশ্বাস করতে চাই। সরকারের উচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়ীর বহরে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *