কলমে- মোল্লা হারুন উর রশীদ
জীবনের চলার
হিসেবের অংকটা
মিলছে কই?
জীবন পাতার
পাতাগুলি দুমরে মুচরে
হচ্ছে টা খই!
চারিদিকে প্রেৎ আত্বা
আমি এখন কোনদিকে ছুঁই।
গ্রামের মেঠো পথে হেটে চলি
সেখানেও দেখি অন্ধ গলি
সেখানে হাটতে গেলে
দেখা মেলে, বিষধর সাপের থলি!
আলোয় আলোয়, চলতে চলতে
আঁধার পেরিয়ে আসে।
নাইট কুইননের, সুগগ্ধটি, নাকে নাহি ভাসে।
মরতে চায়না কেউ
মরে যাবে, যে কেউ।
আলো আঁধারের
হিসেবের পাতাগুলি
মিলাতে পেলাম কই?
বিষাদের খেলার মেলায়
মেতেছি মোরা সকলেই।
ভুলে গেছি মোরা
মৃত্যুর সাধ
নিতে হবে, সকলকেই!
ভাবিনা মোরা
বিষাদের ভেলায়
হুমড়ি খেয়ে, চলছি সকলেই।