এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর খানসামা উপজেলায় মিশ্র ফল বাগান পরিদর্শন করে পরামর্শ প্রদান করছেন উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলার রামনগর গ্রামে মাল্টা,কমলা,পেয়ারা, সীডলেস লেবু গাছের সমন্বয়ে কৃষক ইখতিয়ার উদ্দিনের স্ব উদ্যোগে তৈরী ঐ বাগান পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ অনেকে।