আকতার হোসেন ভূঁইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ।।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যা, নির্যাতন বন্ধের দাবিতে আজ বুধবার নাসিরনগরে জামিয়া সিদ্দিকীয়া রমিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৌহিদী জনতার অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল,সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ব্রাহ্মণবাড়িয়ার
সহকারী মহাসচিব মূফতি আবদুর রহিমের সভাপতিত্বে কওমি ওলামা পরিষদের মূফতি মোখলেছুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদ,মাও.আবদুল হক,মাও.আবদুল হাফিজ, মাও.আবুল কাশেম প্রমূখ ।অপরদিকে একই দাবিতে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ওলামায়ে ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী,মাওলানা আনোয়ার শাহ,মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আফজাল হোছাইন, মাওলানা আঃ সাত্তার,মাওলানা ছানাউল্লাহ,
মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফখরুল ইসলাম ,মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা আফজাল হোসাইন,মাওলানা আনোয়ার শাহ,ডা.সফি উদ্দিন, মাওলানা সালা উদ্দীন প্রমুখ। সমাবেশে বক্তৃতারা মিয়ানমারে মুসলমানদের উপর নিযাতন গণ হত্যা বন্ধদের দাবি জানান।