বিশেষ প্রতিনিধিঃ
মীরসরািয়ে সাত কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে অাটক করেছে ৯ – অার্ম পুলিশ ব্যালিয়ান।গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ৯- অার্ম পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার মারুফা নাজনীনের নেতৃত্তে তাকে অাটক করা হয়। অাটককৃত ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৫৫)। সে
উপজেলার খেয়াছড়া ইউনিয়নের পূর্ব খেয়াছড়া গ্রামের অলিউল মিস্ত্রি বাড়ীর বাসিন্দা। জানা গেছে তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এর পূর্বে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। ৯-অার্ম পুলিশ ব্যাটালিয়ান এর সহকারী পুলিশ সুপার মারুফা নাজনিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
গাঁজা ব্যবসায়ী তাজুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে ১ কেজি করে ৭ বান্ডেল গাঁজা উদ্বার করা হয়েছে। এ সময় তাকে অাটক করে থানায় নিয়ে অাসি।এবং তার বিরুদ্দ্বে মাদকদ্রব্য অাইন মীরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।