বিনোদন প্রতিনিধি :

মডেল-অভিনেত্রী সামিনা বাশার। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। সামিনা বেড়ে উঠেছেন খুলনায় কিন্তু পড়াশোনা করেছেন ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে। শুরুটা শিশুশিল্পী হিসেবে। এরপর নাটক-চলচ্চিত্রে কাজ করেন। এরইমধ্যে সামিনা নাটকে কাজ করে নিজেকে মেলে ধরেছেন। শেষ করেছেন আসন্ন ঈদের বেশকিছু নাটকের কাজ। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে সামিনা অভিনীত তারকাবহুল ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। এরইমধ্যে নাটকটি পঞ্চাশ পর্বের অধিক প্রচার হয়েছে। এটি নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা শামীম জামান। ১৭ জুন ধারাবাহিকটির নতুন পর্বের শূটিংয়ে অংশ নিয়েছেন সামিনা বাশার। বৃহস্পতিবার (২৪ জুন) ছিল সামিনার জন্মদিন। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কাছের মানুষদের নিয়ে রাজধানীর একটি রেস্তরাঁয় জমকালো আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল, সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস, প্রযোজক-চিত্রনায়ক মুন্না, অভিনেতা সাব্বির আহমেদ, প্রযোজক রাশেদ খান, রিজভী, নির্মাতা শামীমুল ইসলাম শামীম, সোহেল তালুকদার, বন্ধন বিশ্বাস, সঞ্জীব দাস, নাট্যকার ও নির্দেশক প্রবীর দত্ত, মডেল সাইফ, কোরিওগ্রাফার মাইকেল বাবু, নুহরাজ, মনজরুল প্রমুখ।

সামিনা বাশার বলেন, বাবা চেয়েছিলেন ব্যাংকার হই তবে মিডিয়াকে ভালবেসে বেছে নেই। প্রথমে বাসায় কাজের ব্যাপারে অনীহা থাকলেও এখন পরিবারের পুরো সাপোর্ট আছে। এখন বেছে বেছে কাজ করছি। সংখ্যায় নয় মানে বিশ্বাসী। কাজের সংখ্যা না বাড়িয়ে ভাল কিছু কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। প্রচারের অপেক্ষায় অনিক বিশ্বাস পরিচালিত একক নাটক ‘সুখ নাইরে পাগল’। সামিনা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত দীপঙ্কর দীপনের তারকাবহুল চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন