লালমনিরহাট প্রতিনিধি ঃ
গত ২৩ জুলাই ২০২০ তারিখে লালমনিরহাট জেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে ইয়ুথ গ্রুপ সদস্যদের উদ্যোগে শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনসহ মাস্ক বিতরণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির সময় উপস্থিত ছিলেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান আহমেদ, ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আহাদুল হোসেন চৌধুরী, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ লতিফ, ভোটমারী পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা জীবন নাহার, ভোটমারী ইউপি সদস্য মোঃ মোহাফেজ, মদাতী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, পিএফ এর টেকনিক্যাল অফিসার সুলতান মাহমুদ ও ইয়ুথ গ্রুপের সদস্যরা প্রমুখ। কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ইয়ুথ গ্রুপ সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেন।