এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর পক্ষ থেকে বছরব্যাপী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই এবং গ্রাফিক নভেল “মুজিব” স্কুলের লাইব্রেরীতে সংরক্ষণের জন্য ইতোমধ্যে সংগঠনটি “বই উপহার” কার্যক্রম শুরু করেছে। কুড়িগ্রামের নাগেশ^রীতে মুজিব শতবর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধীমূলক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার দেন ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। সংগঠনটির সভাপতি আরো জানান, কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীতে সংরক্ষণের জন্য “গ্রাফিক নভেল মুজিব”, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বই উপহার প্রদান করা হলো, যাতে করে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং সরলমনা শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। মুজিব শতবর্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস সংগঠনটির কর্ম-পরিকল্পণায় বছরব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীতে বই উপহার দিবে, যাতে করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠে।

মুজিব শতবর্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস বিভিন্ন জনকল্যাণমূলক কর্ম-পরিকল্পণা গ্রহণ করেছে। ইতোমধ্যে সংগঠনটির এ উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন। ত্রিমাত্রিক-৩০ বিসিএস সংগঠনটি সকলের সহযোগিতা কামনা করে মুজিব শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন