মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম-বার) এর সার্বিক সহোযোগিতায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে, ডিবি পুলিশের একটি টিম
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ আজ (১৪ এপ্রিল) রাত্রি ০০:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ সদর থানার সিপাহী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার চট্টগ্রাম মেট্রো গ – ১২-৮৫২১ সহ আসামি১/ গোলাম মোস্তফার ঢালী (৩৩) পিতা-মৃত আব্দুল মালেক ঢালী সাং পূর্ব দেওসার রামপাল থানা মুন্সিগঞ্জ এবং আসামি ২/মোঃ রবিউল হাসান (৩০) পিতা-মোঃ ফুলমিয়া সাং মধ্যম মাঝিগাছা থানা কোতোয়ালী জেলা কুমিল্লা দেরকে ৪০ (চল্লিশ) বোতল ফেনসিডিলসহ আটক করে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক মামুন জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামি গোলাম মোস্তফা ঢালী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলিয়া এলাকাবাসী জানায়। সে কুমিল্লা অবস্থান করে এবং গাড়ি নিয়ে এসে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আবার পুনরায় কুমিল্লা চলে যায়।