রাণীশংকৈল প্রতিনিধি ঃ
ঠাকুরগাও-পঞ্চগড়’র সংরক্ষিত ১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা পানি ভাসি মানুষের মাঝে মেডিক্যাল টিম ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। সার্বক্ষণিক অসহায় মানুষের মাঝে সময় কাটাচ্ছেন তাদের সুখ দুখের ভাগিদার হয়ে।
সারা দেশের ন্যায় কয়েক দিনের টানা ভারি বর্ষণের ফলে পানি বৃদ্ধি পাওয়ায় অবস্থার চরম অবনতি ঘটেছে। উপজেলা শহর সহ প্রতিটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। মানুষের দুর্ভোগের কথা ভেবে সাহায্য সহযোগিতার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে ফ্রি মেডিক্যাল টিম নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা।
উপজেলার হোসেনগাও রাউৎনগর চোড়লপাড়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, লেহেম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মেডিক্যাল টিম নিয়ে চিকিৎসা সেবায় অবস্থান করছেন লিটা। মানুষের সুখ দুখের কথা শুনে। যথাসাধ্য চেষ্টা করছেন সাহায্য সহযোগিতা করার। তিনি দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে চেষ্টা অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে মোছাঃ সেলিনা জাহান লিটা এমপি বলেন, আমি মাঠ পর্যায়ে গিয়ে মানুষের দুর্ভোগের কথা জানার চেষ্টা করছি। মেডিক্যাল টিম দিয়ে দুর্গত এলাকার মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হচ্ছে। বান ভাসিদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন