nap-lago-01-jm

লাইভ বার্তা ডেস্কঃ

দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শারীরিক ও মানসিকভাবে সামর্থ্যবান এবং সৎ-যোগ্য একজনকে প্রধান নির্বাচন কমিশনার প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, আমাদের প্রত্যাশা সার্চ কমিটিকে সৎ, যোগ্য ও সাহসী লোকের নাম সুপারিশ করবে। মেরুদন্ড সোজা থাকতে হবে নির্বাচন কমিশনের। সরকারের কুটকৌশল বাস্তবায়নে তারা যদি বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনে কাজ করে তাহলে সরকারের মতো সার্চ কমিটির সদস্যরাও গণধিকৃত হবেন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আগামী নির্বাচনের ওপর নির্ভর করবে দেশের গণতন্ত্রের ভবিষ্যত। ফলে গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন কমিশনে যোগ্য, সৎ ও সাহসী লোক নিয়োগ করতে হবে। কারণ, আগামী নির্বাচনে ইলেকশন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনে কমিশনের গুরুত্ব অনেক। সার্চ কমিটির একটা ভিশন থাকা উচিত। উনাদের যে দায়িত্ব দেয়া হয়েছে তারা তা সুষ্ঠুভাবে পালন করবেন বলে আমাদের বিশ্বাস।
নেতৃদ্বয় বলেন, নতুন কমিশন নির্বাচন করবে রাজনৈতিক সরকারের অধীনে। এজন্য নতুন নির্বাচন কমিশনকে নিরপেক্ষ নির্বাচন করতে হলে চ্যালেঞ্জ নিতে হবে। মনে রাখতে হবে, বর্তমান নির্বাচন কমিশন একের পর এক অস্বচ্ছ ও বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। ভবিষ্যতে একই অবস্থা বহাল থাকলে দেশে রাজনীতি বলে কিছু থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *