রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর পৌর শহরের হালদার পাড়ায় অনু ভূঁইমালি(২০) নামের এক সংখ্যালঘু কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অনু ভুঁইমালি হালদার পাড়ার অনুপ কুমার ভুঁইমালির মেয়ে, সে মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী।
রবিবার দুপুরের দিকে তাদের নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। জানাগেছে অনু ভূঁইমালি মুসলিম সম্প্রদায়ের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে তার মা বকাবকি করেন। এ রাগে ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়