রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র নির্দেশনায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল এর উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল), মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল এর নেতৃত্বে এ সময় মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শাকিল আহমেদ, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন।

এসময় যুবলীগ নেতৃবৃন্দ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণকে মাস্ক পরে বাহিরে বের হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *