রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর জেলায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কৃতি সন্তান, স্বনামধন্য চিকিৎসক ও মেহেরপুর জেলার প্রথম ডিজিটালাইজড স্বমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র Doctor’s Point Consultation Centre এর Funder & Project Director বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের রেসিডেন্ট ডা. এম সজীব উদ্দীন মেহেরপুর জেলার গাংনী শহরের কাথুলী মোড়ে অবস্থিত ডক্টরস পয়েন্টে এ সার্ভিস চালু করেছেন।
করোনা প্যান্ডেমিকে জেলার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার স্বর্বস্তরের মানুষের জন্য এ টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়। এ সার্ভিসের আওতায় বাড়িতে বসেই চিকিৎসা পরামর্শ ও রেফারেল সার্ভিস নেওয়া যাবে বলে ডক্টরস পয়েন্ট কোভিড কেয়ার ফেসবুক পোস্টে জানা যায়।
যাদের লক্ষণসমূহ করোনার মতো, RT PCR পজিটিভ ও যাদের পূর্বে করোনা হয়েছিল বলে মনে হয় এমন তিনটির যেকোনো একটি বা তিনটিই পরিলক্ষিত হলে তারা ডক্টরস পয়েন্টে ফোন করে ফ্রি টেলিমেডিসিন সেবা নিতে পারবেন।
উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে এই ফ্রি টেলিমেডিসিন সেবা শুধুমাত্র মেহেরপুর জেলার নাগরিক ও মেহেরপুর জেলায় অবস্থানকারী ব্যক্তিরা গ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।
ডা. স্বাধীন সম্প্রতি গাংনী উপজেলাবাসীর জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা বার্তাও দিয়েছেন।
সতর্কতা বার্তায় ডা. স্বাধীন জানান, যদি কারো শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হয় তাহলে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে আলাদা হয়ে (আলাদা রুমে) থাকা, নিয়মিত মাস্ক পরিধান ও দ্রুত গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্স এ করোনা ভাইরাস পজিটিভ কিনা তা পরীক্ষার আহ্বান জানিয়েছেন।
সাধারনতঃ জ্বর, ক্ষুধামন্দা,অরুচি, মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, অল্প হতে প্রচন্ড মাথা ব্যাথা হওয়া, অল্প হতে প্রচন্ড শরীরে ব্যাথা হওয়া, নাকে সাধারণ গন্ধ বুঝতে না পারা, এছাড়াও শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, কাশিসহ আরো অনেক লক্ষণ দেখা দিলে উপরোক্ত তালিকার লক্ষণগুলির ২/৩ টা কারোর অনুভূত হলে করোনা ভাইরাস পজিটিভ কিনা তা পরীক্ষার জন্য অনুরোধ জানানো হয়।
কারো শরীরে করোনা ভাইরাস পজিটিভ হলে চিকিৎসক ও স্বাস্থ্য কতৃপক্ষের পরামর্শক্রমে ঘরে কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য বলা হয়েছে।
এছাড়াও করোনা ভাইরাস হতে নিজেকে ও অপরকে নিরাপদে রাখতে জনসচেতনতার লক্ষ্যে প্রতিটা গ্রাম, পাড়া ও মহল্লার শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান ডা. স্বাধীন।