সঞ্জিত দাস ; বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর গ্রামে মাটিতে হাটুগাড়া গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় স্বপন মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার ব্যাপারে জানতে চাইলে, এলাকার লোকজন বলেন, ঐ ব্যক্তির এদেশে জন্ম হলেও সে ভারতীয় নাগরীক বলে জানিয়েছে । তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুনজন চলছে। কেউ বলছে আত্মহত্যা আবার কেউ বলছেন পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে । তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পেয়ে কোন মন্তব্য করতে চাইছে না পুলিশ।

এলাকাবাসী জানান, মোংলা উপজেলার চাদঁপাই ইউনিয়নের কালীকাবাড়ী এলাকায় জন্ম স্বপন মন্ডলের। তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দীর্ঘ ৩০ বছর যাবত বসবাস করার ফলে স্বপন মন্ডল সেখানের নাগরিক হয়। প্রায় ৩ মাস আগে মোংলায় পৈত্তিক বাড়িতে বেড়াতে এসে করোনার লকডাউনে আটকে পড়েন সে। আর দীর্ঘ সময় আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থানকালে ছোট ভাই অশোক ও চাচা করুন মন্ডলের সঙ্গে জমি বিক্রয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ নিয়ে কয়েক দফায় মিট মিমাংসার জন্য শালীস বৈঠকও বসে এলাকায়।

গত সোমবার দিবাগত গভীর রাতে মামা জীতেন গোস্মামীর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর সকালে একই ইউনিয়নের কানাইনগর কালীমন্দির সংলগ্ন সুরেশ বিশ্বাসের বাড়ির আঙ্গীনায় একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

পরে পুলিকে খবর দিলে মঙ্গলবার সকালে পুলিশ প্রায় ৬ ঘন্টা পর ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিব ইকবাল ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।

তবে ওই ব্যক্তির মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন চলছে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে আত্মহত্যা বা হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে বলে দাবী স্থানীয়দের।

এ বিষয় জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিক তদন্ত ও মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া যাবে বলে জানায় এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *