শেখ সাইফুল ইসলাম কবির:দেশব্যাপী নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌছেছে খাদ্য অধিদপ্তরে ক্যারাভ্যান রোডশো।
মঙ্গলবার বেলা ২টায় গাড়িটি মোরেলগঞ্জে পৌছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মনিটরিং কর্মকর্তা শরিফুল আলম মনি ও নিরাপদ খাদ্য পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস রোডশোর বহরে অংশ গ্রহন করেন।
রোডশো থেকে নিরাপদ খাদ্যের বিষয়ে সকলকে সচেতন করতে পটগান প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। খাদ্য মন্ত্রনালয়ের অধীনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ প্রচারিভিযানের অয়োজন করে।