শেখ সাইফুল ইসলাম কবির:
সকল জল্পনা কল্পনার অবসান গটিয়ে আসন্ন মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকার মাঝি হলেন মেয়রএসএম মনিরুল হক তালুকদার । অন্যদিকে এ নির্বাচনে শনিবার বিএনপির একক মেয়র প্রার্থী জেলা যুবদল নেতা ফরাদ হোসেন মিলনের নাম ঘোষণা করেছে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার পুনরায় দলীয় মনোনয়ন পাওযার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৯৯ সালে সৃষ্ট এ পৌরসভায় প্রথম নির্বাচন হয় ২০০৪ সালে। শুরু থেকেই এ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি হিসেবে একমাত্র তিনিই দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সালে প্রথমবার দলীয় সমর্থন নিয়ে, ২০১১ তে দ্বিতীয়বার দলীয় সমর্থন না পেয়েও এবং তৃতীয়বার ২০১৬ সালে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে তিনি বিপুল ব্যবধানে মেয়র নির্বাচিত হন। এবারে ৩০ জানুয়ারি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রার্থী ছিলেন ৭ জন। সবাইকে ছাপিয়ে তার ওপরেই আস্থা রেখেছেন দলীয় হাইকমান্ড।
নির্বাচনে মোরেলগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন -বর্তমান মেয়র এসএম মনিরুল হক তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক।নৌকার মনোনয়ন পেতে দলের ভেতরে তীব্র প্রতিদ্বন্ধিতা গড়ে তুলেন।
শনিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন কে পাবেন, এ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম।
সভায় পৌর মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন জেলা যুবদল ফরাদ হোসেন মিলনসহ একাধিক বিএনপি নেতা। এরপর পৌর সভার ৯টি ওয়ার্ডের উপস্থিত বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে আলোচনা করে পৌর মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ফেরাদ হোসেন মিলনের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি। এর মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাও রয়েছে।