এস.এম. সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল ভাষায় মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন কলেজটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় কলেজ চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে।

কলেজটি বেসরকারি থাকাকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাড. গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তারিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। তারিক ফেসবুকে অধ্যক্ষের ছবিসহ অশ্লীল ভাষায় নানা মন্তব্য করেছেন বলে অভিযোগ।

বিক্ষোভ মিছিল শেষে কলেজ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেনে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতীশ বিশ্বাস, সহকারি অধ্যাপক শাজাহান হাওলাদার, হায়দার আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক বেদান্ত হালদার, আফজাল ফারুক, গোবিন্দ মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ, কলেজ ছাত্রলীগ নেতা চয়ন শেখ, রিয়াদুল ইসলাম সাফা ও সজীব শেখ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতীশ বিশ্বাস বলেন, হীন স্বার্থ বাস্তবায়নে ব্যর্থ হয়ে সাবেক জিবি সদস্য গোলাম কিবরিয়া তারিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করেছে। এটা সে দীর্ঘদিন ধরেই করে আসছে। এখন বিষয়টি সর্বমহলে ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য কলেজ শিক্ষক পরিষদ আজ শনিবার বেলা ২টায় জরুরি সভা ডেকেছে।

এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া তারিক বলেন, ‘আমি অনিয়মের প্রতিবাদ করেছি মাত্র। কাউকে হেয় করার জন্য কিছু লিখিনি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন