ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে “আপনার শহর পরিষ্কার রাখুন, পশুর বর্জ্য নিরাপদ স্থানে ফেলুন”- এই স্লোগান নিয়ে শহরের কোরবানীর পশুর হাটে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে অলাভজনক সেবামুলক সংগঠন “উই ফর বাংলাদেশ”।
মৌলভীবাজার শহরে স্বাস্থ্যকর, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ বজায় রাখতে গতকাল ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় শহরের এম. সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন মাঠের কোরবানীর পশুর হাটে এ কার্যক্রমটি উদ্বোধন করেন পৌর মেয়র মো: ফজলুর রহমান। শাহ ফাহিম আহমেদ এর সভাপতিত্বে ও ইশরাত জাহান চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ও ১১নং মোস্তফাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ। এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ক্যাবল সিস্টেম (এমসিএস) এর চেয়ারম্যান হাসান আহমেদ জাভেদ, প্রভাষক সদর উদ্দিন কামরান, তারুণ্য দ্য ইয়ুথ এর সদস্যসহ উই ফর বাংলাদেশ এর সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে পৌর মেয়রসহ উপস্থিত সবাই কোনবানীর পশুর হাট প্রদক্ষিণ করেন এবং লোকজনের হাতে হাতে “আপনার শহর পরিষ্কার রাখুন, পশুর বর্জ্য নিরাপদ স্থানে ফেলুন” শীর্ষক জনসচেতনতামূলক লিফলেট তুলে দেন।