আব্দুল হাকিম রাজ্,মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলা ছাত্রদলের ৩টি কমিটিকে প্রত্যাখ্যান করেছে একাংশের নেতা-কর্মীরা। একই সঙ্গে ৩টি কমিটি থেকে ১৬ জন নেতা পদত্যাগ করেছেন।জানা গেছে, পদ নিয়ে ক্ষোভের জের ধরে জেলা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এসব কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। গত শনিবার জেলা ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা, সদর উপজেলা শাখা, পৌর শাখা ও পলিটেকনিক শাখার কমিটি ঘোষণা করে।এদিকে এই কমিটি ঘোষণার পর সংগঠনের অনেক নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে সদর উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ জন নেতা-কর্মী তাদের পদত্যাগের কথা জানান। তারা হলেন- ইসহাক আহমদ চৌধুরী, সৈয়দ তানভীর আলী, জহির আহমদ, আকিদুর রহমান, ইমামুল হক, সাদেকুর রহমান, টিটু আলম, জনি আহমদ, আইনুল হক, মাসুক মিয়া, মামুন রহমান, মো. ইমরান, সাকির আহমদ, জাকির আহমদ, মোজাম্মেল হোসেন ও সাজিবুর রহমান।ছাত্রদল কলেজ শাখার সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ইসহাক আহমদ বলেন, ‘আমি জেলা কমিটির সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী। আমাকে উদ্দেশ্য মূলকভাবে সদর উপজেলা কমিটির ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। যারা পদত্যাগ করেছেন, তারা নবগঠিত সদর উপজেলা কমিটি, কলেজ ও পৌর কমিটিতে ছিলেন। তাদের সবার জেলা কমিটির নেতৃত্ব পর্যায়ে থাকার সম্ভাবনা ছিল।সিলেট বিভাগীয় ছাত্রদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘আমরা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক মিলে কমিটি করেছি। সবাইকে তো আর কমিটিতে নেওয়া যায় না। যারা বঞ্চিত হয়েছে, তারাই এসব করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *