মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর নাম আব্দুস ছবুর (৬৫)। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। ঘটনাঠি ঘটেছে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামে।
জানা যায়, অভিযুক্ত আব্দুস শহীদের সঙ্গে তার বড় ভাই আব্দুস ছবুরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (২৭ জুন) সকালে এরই জের ধরে ছবুরের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় শহীদ। হামলায় গুরুতর আহত হন ছবুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক আব্দুস শহীদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে।