ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজার পৌর শহরের মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবত ৩’শ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন পরীক্ষার্থী টাকা না দেয়ায় বুধবার পর্যন্ত তাদের প্রবেশপত্র দেয়া হয়নি। একটি সূত্র জানায়, ফরম পূরণের সময় ওই মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায় করা হয়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ টাকা আদায় বাবত কোনো রশিদ দেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, বুধবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রবেশপত্র আনতে গেলে সুপার সিদ্দিকুর রহমান খরচ বাবত জনপ্রতি ৩’শ টাকা দাবি করেন। ৩’শ টাকা কিভাবে খরচ হয়েছে বিষয়টি অভিভাবকরা জানতে চাইলে তিনি বলেন, এটা পরীক্ষা কেন্দ্র টাউন কামিল সিনিয়র মাদ্রাসাকে দিয়েছি। বৃহস্পতিবার পরীক্ষা থাকায় ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন শিক্ষার্থী বাধ্য হয়ে ৩’শ টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন।
মাদ্রাসা সুপার সিদ্দিকুর রহমান টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, প্রত্যেক শিক্ষার্থী বাবত কেন্দ্র সচিবের কাছে ৩’শ টাকা করে জমা দিতে হচ্ছে এজন্য তাদের কাছ থেকে এটাকা আদায় করছি।