ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বিষয়ে তথ্য সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১০ নভেম্বর বৃহষ্পতিবার বিকেল ৩টায়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় এবং জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সচিব মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক মহিলা এমপি বেগম হুসনে আরা ওয়াহিদ, জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসান, জেলা স ও জ এর নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত প্রমুখ। বক্তব্য রাখেন- দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাদ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর আজাদুর রহমান প্রমুখ। সভার শুরুতে জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসান প্রজেক্টরের মাধ্যমে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। মতবিনিময় সভায় জেলার সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এডভোকেট, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার গনমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।