আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ
চাকুরী স্থায়ীকরণ ও মেয়াদ বাড়ানোর দাবীতে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির সদর দপ্তর শ্রীমঙ্গলে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি পালন করছে। মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতিতে কর্মরত ৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ৩ বছর পর পর চাকুরী নবায়ন করে তাদের কর্মক্ষেত্রের সুযোগ দিয়ে আসলেও হঠাৎ করে সমিতি তাদের নবায়ন বন্ধ করে দেয়ায় ইতিমধ্যে অনেকেই হয়েছেন চাকুরী ছাড়া। আর চাকুরী থেকে বাতিল হওয়ার অপেক্ষায় রয়েছেন আরো প্রায় ১২০ জন। এ বস্থায় এই বেকারত্বে তাদের পরিবারগুলো নিস্ব হয়ে পড়বে। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পুনরায় চাকুরী স্থায়ী করার দাবীতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করে মঙ্গলবার(১৮ অক্টোবর) মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতি অফিসের সামনে অবস্থান করে এ কর্মবিরতির ডাক দেয় তারা। এ সময় মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা ঐক্য পরিষদের নেতা বেলাল আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন মাসুদ পারভেজ ও আনিসুর রহমান প্রমুখ। সভায় বক্তারা জানান, দাবী না মানলে তারা ভবিষতে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দিবেন।