moulvibazar-turism-day-2

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার। এদিন সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুকুর রহমান সিকদার এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ফারুক আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আহব্বায়ক সৈয়দ নওসের আলী খোকন। বক্তব্য রাখেন- সাংবাদিক হাসনাত কামাল, নজরুল ইসলাম মুহিব প্রমুখসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। বক্তারা জেলার সম্ভাবনাময় বিভিন্ন পর্যটন স্পট নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *