ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ভুয়া এফসিপিএস ডিগ্রিধারী এক ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল । গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড্রন লিডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নের্তৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ শিবলীকে সাথে নিয়ে আজ ৭ জুলাই শুক্রবার বিকাল ৩টায় অভিযান চালিয়ে শহরের শ্রীমঙ্গল সড়কস্থ আইকন মেডিকেল সার্ভিসেস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার থেকে ভুয়া এফসিপিএস ডিগ্রিধারী ডাক্তার মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এর পর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া এফসিপিএস ডিগ্রিধারী ডাক্তার মোস্তাফিজুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড্রন লিডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানিয়েছেন ভুয়া এফসিপিএস ডিগ্রিধারী ডাক্তার মোস্তাফিজুর রহমানের প্রকৃত নাম রাকিবুল ইসলাম। তার বাড়ী কুমিল্লা জেলার হোমনা উপজেলার নিলুখী গ্রামে । সে বিশেষজ্ঞ ডা. পরিচয়ে গত ৩ মাস ধরে প্রতি শুক্রবার আইকন মেডিকেল সার্ভিসেস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলো।এ ব্যাপারে আইকন মেডিকেল সার্ভিসেস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের এমডি দেওয়ান মমসাদ চৌধুরী রিংকু’র সাথে কথা বলার চেষ্টা করলেও, তাকে পাওয়া যায়নি।
বিএমএ মৌলভীবাজার এর জেলা সভাপতি ডাঃ শাব্বির হোসেন খাঁন বলেন- এ ধরণের ভুয়া ডাক্তার পূর্বেও ধরা পড়েছে। আমরা বিভিন্ন সময় জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ সরকারের বিভিন্ন দপ্তরকে জানিয়েছি। প্রতি শুক্রবার হয়ত আরও একাধিক ভুয়া ডাক্তার মৌলভীবাজার শহরে রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়ে আসছেন। মৌলভীবাজার শহরে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদানরত সকল ডাক্তারকে যাচাই-বাছাই এবং ভূয়া ডাক্তারদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরী প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *