শিক্ষার্থীরা
ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্থর ভেঙ্গে দিয়েছে সরকারী উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল ২৮ সেপ্টেম্বর বুধবার দূপুরে কয়েক শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ ও সমাবেশের পর বিদ্যালয় মাঠের পাশে বিদ্যালয়ের ২০ শতক ভুমির উপর স্থাপিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্থর ভেঙ্গে দেয়। সেইসাথে, জেলার অন্যকোন সরকারি জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয় নির্মানের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ দাবী না মানলে প্রয়োজনে কঠোর আন্দোলন সংগ্রামের হুমকিও দিয়েছে তারা। উল্লেখ্য- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বিদ্যালয়ের ২০ শতক ভুমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয় নির্মাণের উদ্যোগ নেয়া হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে বাধা দিয়েছিল এবং এ নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছিল।