mail.google

ইশরাত জাহান চৌধূরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ ১লা সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল ১০টায়। বেফাকের জেলা সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে ও মাসিক হেফাজতে ইসলামের নির্বাহী সম্পাদক হাফিজ মাও. নাজমুল হকের পরিচালনায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বেফাকের জেলা সাধারণ সম্পাদক, রায়পুর মাদরাসার প্রিন্সিপাল মাও. গিয়াস উদ্দীন, জামেয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাও. হাবিবুর রহমান কাসেমী, জামেয়া লুৎফিয়া বরুণার পক্ষে মাও. শেখ হাদী আলম হামিদী, জামেয়া শেখবাড়ি মাদরাসার পক্ষে ভাইস প্রিন্সিপাল মাও. শেখ আহমদ আফজাল বর্ণভী, কালিয়ারগাঁও মাদরাসার পক্ষে হাফিজ মাও. আবিদুর রহমান, দারুল উলুম মাদরাসার পক্ষে হাফিজ আজমান আলী ও ভাদগাঁও মাদরাসার মুহতামিম মাও. এমদাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাও. শফিউল আলম, মাও. আব্দুল আলী, মাও. আব্দুল হাই, মাও. এমদাদুর রহমান শায়খে কাটারাই, জামেয়া দারুল কোরআনের মাও. শরীফ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন- ইসলাম কখনও সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। আর কওমি মাদরাসায় ইসলাম শিক্ষা দেয়া হয়, সন্ত্রাস নয়। তাই, কওমি মাদরাসা থেকে সন্ত্রাসী-জঙ্গি বের হয়না। খাটি দ্বীনদার দেশ প্রেমিক আলেম বের হয়। বক্তারা আরো বলেন- আল্লাহতায়ালা কোরআনে বলেছেন ‘অন্যায়ভাবে কোন মানুষ হত্যা করোনা। যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো’। কওমি মারাসায় পড়–য়া দেশপ্রেমিক আলেমরা আল্লাহতায়ালার মহান এ বাণী মনে প্রানে বিশ্বাস করে। তাই কখনো তারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে জড়িত হতে পারেনা। উক্ত মানববন্ধনের সাথে একাত্বতা ঘোষণা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এম.পি আলহাজ্ব আজিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *