ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে এসএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রস্থলে পৌছানোর লক্ষ্যে ও তাদের যাতায়াতের সুবিধার্থে যানজট নিরসন কর্মসূচি পালন করছে We For Bangladesh । গত ২ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এ কর্মসূচি আজ ১৩ ফেব্রুয়ারী ৬ষ্ঠ দিনেও সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা এবং দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ দুই ধাপে ট্রাফিক পুলিশের পাশে থেকে জেলা শহরের চৌমোহনা চ্ত্বর ও সেন্ট্রাল রোডে (আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক পর্যন্ত) সংগঠনটির সদস্যরা নিরলসভাবে কাজ যানজট নিরসনে কাজ করছে। সংগঠনটি সর্বমোট ৫১ জন সদস্য নিয়ে কাজ করছে- যেখানে প্রতি পরীক্ষার দিন গড়ে প্রায় ২৫-৩০ জন সদস্যই বর্তমান এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এছাড়াও We For Bangladesh সমাজকে একের পর এক সৃষ্টিশীল কাজ উপহার দিয়ে যাচ্ছে। বর্তমান তরুণ সমাজকে নিয়ে গঠিত এই সংগঠনটি দেশের প্রতিটি জেলায় বিস্তৃতি লাভ এবং দেশ ও জাতিকে আরো এগিয়ে নেবার প্রত্যয় নিয়ে কাজ করছে।