আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সোমবার (২৪ এপ্রিল)রাতে বিভিন্ন মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
মৌলভীবাজারঃ মৌলভীবাজার মডেল থানা পুলিশের এস,আই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে জুনাইদ কিবরিয়া(৩৫) নামে জিআর মামলার ১ জনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত আসামী রাজনগর গ্রামের আব্দুল মতিনের পুত্র।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কেবি মোসলিম কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে কুলাউড়া থানার এস,আই জহির সোমবার ভোর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে হরিপুর গ্রামে অভিযান চালিয়ে মজিদ শাহিন(৩০),পিতা আব্দুর রহিম নামে একজন নিয়মিত মামলার আসামীকে গ্রেপ্তার করেছে।