ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ণের উপর সাংবাদিকদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) করেছে মৌলভীবাজার পৌরসভা এবং পরামর্শক ও প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কর্মরত শেলটেক কন্সালট্যান্টস (প্রা:) লি: । বিলম্বে প্রাপ্ত তথ্যে গত ১২ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় মৌলভীবাজার প্রেসক্লাবের কন্ফারেন্স হলে অনুষ্ঠিত এ ফোকাস গ্রুপ ডিসকাশনে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে ৩য় নগর পরিচালণ ও অককাঠামোগত উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়নে মহাপরিকল্পনা প্রণয়ণের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার ড. আক্তার হোসাইন চৌধুরী । সাংবাদিকদের পক্ষ থেকে এ প্রসঙ্গে মতামত উপস্থাপন পূর্বক বক্তব্য রাখেন- প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারন সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক সালেহ এলাহি কুটি, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ডিবিসি নিউজ প্রতিনিধি পান্না দত্ত, বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল । এ ফোকাস গ্রুপ ডিসকাশনে নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল মাসুদ, শেখ তাহসিন হোসাইন, তৌহিদুল ইসলাম ও জেলাসদরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন