ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ মোড় কুসুমবাগ পয়েন্টে ওয়ালটনের সৌজন্যে নির্মিত পুলিশ বক্সের শুভ উদ্বোধন হয়েছে গতকাল ১৩ ফেব্রুয়ারী সোমবার । এ পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল । পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন- সচেতনতার অভাবে প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় হাজারও মানুষের প্রাণহানি ঘটে । তাই, দুর্ঘটনা রোধে সবার আগে প্রয়োজন জনসচেতনতা । তিনি সড়ক দুর্ঘটনা রোধে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বক্স নির্মাণ এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণসহ ওয়ালটনের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ওয়ালটন গ্রুপের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহি কুটি প্রমুখ । মৌলভীবাজার ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা এ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন