মো: নাজমুল হুদা মানিক ॥ ময়মনসিংহ শহরের মেছুয়া বাজার সহ পাইকারী ও খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য সিন্ডিকেট মুক্ত রাখতে পুলিশ সুপার এর নির্দেশনায় বাজার মূল্য মনিটরিং করা হয়েছে। ১৫ মে দুপুরে নগরীর মেছুয়া বাজার সহ পাইকারী ও খুচরা বাজার মনিটরিং করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া। গণপরিবহন লকডাউন নিশ্চিত করার পাশাপাশি এ সামাজিক দায়িত্বেও রয়েছে ময়মনসিংহ জেলা পুলিশের কঠোর নজরদারী। সবাই ঘরে থাকুন, সামাজিক নিরাপত্তা বজায় রাখুন, নিরাপদ থাকুন, ভাল থাকুন সবাই এই প্রত্যাশায় জেলা পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বলে জানান অতি: পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।