স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার এর উদ্যোগে ২৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় চড়পাড়াস্থ আল বারাকা কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র হিসেবে তিন শতাধিক কম্বল বিতরণ করেন।
হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
বাংলাদেশ মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জিন্নাতুন নূর এগনিস, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল হ্নদয়, মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আবদুল্লাহ আল মামুন আরিফ, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রানা প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানবাধিকার, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র গ্রহীতা শীতার্ত নারী-পুরুষগণ স্বপ্না খন্দকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পবিত্র রমজান মাস, ঈদ সহ যেকোন উৎসবে আপদে-বিপদে তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বাংলাদেশ মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম- আহবায়ক স্বপ্না খন্দকার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি সবসময় মানবতার সেবায় নিয়োজিত রয়েছি এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ও ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য স্বপ্না খন্দকার করোনাকালীন সময়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন মানুষকে খাদ্য উপহার, অর্থ সহায়তা প্রদান করেন এবং তিনি বিগত বছরগুলোতে রমজান মাসে রোজাদারদের মাঝে খাদ্য উপহার বিতরণ, ঈদ উপহার সহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।