মো: নাজমুল হুদা মানিক ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় সাকিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০ টায় টাউনহল প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ফারুক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইনুল হক, সম্মানিত সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, জেলা যুব লীগের সদস্য আনোয়ার জাহান শরীফ, আশরাফুল আলম মিল্টন, জেলা তাতীলীগের সাধারন সম্পাদক শেখ আমানুল ইসলাম জলিল, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন তাজ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান, জেলা যুব মহিলা লীগের নেত্রী মাজিয়া সুলতানা হাসি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা দাপুনিয়া মসজিদের ইমাম মাও: মো: রাসেল।