মো: নাজমুল হুদা মানিক \ “গাছ লাগাই, জীবন বাচঁাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ময়মনসিংহ জেলা যুবলীগের উদ্যোগে নগরীর আবুল মনসুর সড়কে ১৭ জুন দুপুর ২টায় বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু। ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটনের সার্বিক পরিচালনায় বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহসভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, জেলা আওয়ামীলীগ সদস্য তারিকুল হাসান তারেক, জেলা শ্রমিকলীগ নেতা মো: রাকিবুল ইসলাম শাহীন, জেলা যুবলীগের সদস্য আনোয়ার জাহান শরিফ, কাজী মিল্টন, মঞ্জুরুল হক মঞ্জু, শাহানুর আলম শান্ত, গোলাম মেহেদী হাসান, ইমরান জামান বাবু, অধ্যাপক জাকির হোসাইন, মানিকুজ্জামান মানিক, আর এস রিপন, কোতুয়ালী যুবলীগ নেতা মো: রাশেদুজ্জামান রোমান, রাশিদুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির সহ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাছ লাগানোর মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে যুবলীগ নেতা আর এস রিপন ৫০টি গাছের চারা প্রদান করেন।