মো: নাজমুল হুদা মানিক ॥
ময়মনসিংহ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বীরমুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব সদর উপজেলার নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম এর পরিচালনায় বীরমুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে সম্মানিত সদস্য সাবেক ধর্মমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যক্ষ মতিউর রহমান, আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সম্মানিত সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, বীরমুক্তিযোদ্ধা ইশরাক আলী আনসারী, বীরমুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক শিকদার, বীরমুক্তিযোদ্ধা বুলি, বীরমুক্তিযোদ্ধা বিপ্লব সহ বীরমুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও অন্যান্য মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
যাচাই বাছাই এর সময় ময়মনসিংহ সদর উপজেলার ৮৩ জন বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের লোকজন তাদের তথ্য প্রমানাদি উপস্থাপন করেন। এ সময় সার্বিক সহযোগিতা ও বীরমুক্তিযোদ্ধাগনকে আপ্যায়ন করান ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মমতাজ উদ্দিন মন্তা।