-ম,খা আলমগীর এমপি
রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ১৬ মার্চ বিকালে প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাও জেলা শাখার শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ডঃ মহিউদ্দীন খান আলমগীর এমপি বলেন, যখন শিক্ষকদের সমাবেশ হয় তখন আমি নিজেও শিক্ষক হয়ে যাই। আর শিক্ষকতা পেশাকে আমি শ্রদ্ধা করি এ কারণে আমার পিতা-মাতা ভাই-বোন আমার স্ত্রী এবং আমি নিজেও শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। তাই আমরা সবাই একটি পরিবার ভূক্ত। শিক্ষকদের শত ভাগ ভর্তি ঝড়ে পড়া রোধ করে শিক্ষার মান উন্নয়নে প্রধান মন্ত্রীর ভিশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। অনূষ্ঠানে গেষ্ঠ অব অনার হিসাবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ন সচিব জাহাঙ্গীর আলম, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সারওয়ার মাহামুদ। অনূষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মুনছুর আলী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আর ও বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ ,জেলা শিক্ষা কর্মকর্তা এএম শাহজান সিদ্দিক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, অধ্যক্ষ তাজুল ইসলাম, মেয়র আলমগীর হোসেন প্রমুখ।