কবি- নুরে আলম মুকতা

পৃথিবীতে হাঁটিতেছি 

দেখিতেছি পেছনে , 

ছায়া আর কায়াদের 

যতি মাঝখানে ! 

মনে হয় বার বার

হাঁতড়ায় স্বপ্ন, 

ফিরে দেখি ছড়িয়ে

অন্তিম লগ্ন ! 

যেমতি দেখিয়ে যেন

মহা আলেয়া , 

দুচোখে খাব হেন

দিছে তুলিয়া । 

আরবার কেন মোরা

বেঁচে আছি

জানি না , 

মায়া ছেড়ে বার বার 

চলে যেতে চাই না ? 

ছুঁয়ে যাই তোমাকে

তবু কেন কাছে নও , 

এত কাছে তারপরও

মাঝে মাঝে

পর হও ? 

ব্যবধান চিরকাল 

জীবনের যেন খেয়া ,  

পাশাপাশি তরী যেন 

ফুরোবেনা

নেয়া দেয়া !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *