ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মাধ্যমে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়|মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন শিল্প মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু-এমপি।এরপরই জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম,পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল,জেলা আওয়ামী লীগ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্ধ ,শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।পরে ঝালকাঠি মিডিয়া ফোরাম ,ঝালকাঠি প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া মঙ্গলবার সকালে ঝালকাঠি কালেক্টর স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষুসেবা,রক্তদান কর্মসূচি শিল্পকলা একাডেমিতে প্রামাণ্য চিত্র প্রদর্শনী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *