আশানুর রহমান আশা – বেনাপোল –
“সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি” প্রতিপাদ্যে স্বেচ্ছাসেবী সংগঠন জনতা এক্সপ্রেস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর ক্যান্টনমেন্ট, খয়েরতলা ও কাশিমপুর ইউনিয়নে বিভিন্ন অসহায়, হত দরিদ্র ও ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২১ করা হয়েছে। যাহা চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানা যায়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান শাওনের নেতৃত্বে সংগঠনের বার্তা সম্পাদক শাহারুল ইসলাম ফারদিন, সদস্য আলমগীর হোসেন, তুহিন, লামিয়া তাসনিম ঈন্নি, ইয়াসিন, সজল প্রমুখ উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।