মীর ফারুক যশোর প্রতিনিধিঃ যশোর-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় থ্রী হুইলারের ২ যাত্রী নিহত হয়েছে।ঘটনায় থ্রী হুইলার এর আরো ৩ যাত্রী আহত হয়।

রোববার সকাল নয়টার দিকে সদর উপজেলা যশোর- ঝিনাইদহ মহাসড়ক শানতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

দুর্ঘটনায় নিহতরা হলেন,যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস(২৭) ও বাঘারপাড়া উপজেলার খলসী বহরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী তানিয়া খাতুন(৩৮)।
নিহত তানিয়া যশোর পালবাড়ি এলাকার ভাড়া থাকতো ও চুড়ামনকাঠি ব্রাক অফিসের ক্যাশিয়ার পদে চাকরি করতেন৷

ঘটনায় থ্রী হুইলার এর চালক মোঃ নজরুল (৫২), প্রথিক হাসান(২৯) ও মনোয়ারা বেগম (২৭) নামে তিন জন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

তাসমীম আলম ওসি (তদন্ত) জানান যশোর থেকে সকালে থ্রী হুইলার যোগে চুড়ামনকাঠি যাচ্ছিল৷শানতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে একটি ট্রাকে ধাক্কা দেয়৷ এই সময় থ্রী হুইলারের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিংসক আব্দুর রশিদ আহত হাসান আলী বিশ্বাস(২৭) ও তানিয়া বেগম (৩৮) কে মৃত ঘোষনা করেন। আহত তিন জনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন