মোল্লা হারুন উর রশীদ
তোমার হাসিতে পরাণ জুড়ায়
গোলাপের মতো ঠোঁট দু’খানায়
হৃদয় উতলে যায়।
কিরণের মতো মুখখানি দেখে
ফির ফিরিয়ে মনটা ফিরে চায়।
চাপা ফুলের মতো কালো কেশ
হাওয়ায় হাওয়ায় দোল খায়।
লাল শাড়ীর আঁচল লতায়
মনটা আবারো ফিরে চায়।
যতই হাসি তোমার ঠোটে বায়
হৃদয়ের ফুলদানিতে তোমায়
রাখতে মন চায়
প্রিয়ার সংস্পর্শে বুকটি ধর পরায়।
নিলময় গগনে
রুপালী চরণে
জ্যোৎস্না তারায়
সব সুখ তোমারি প্রাণে।
ঘুরে ফিরে আমারি প্রাণে
জোনাকি পোকার মতন
হৃদয়টি আজি ছটফট নয়নে।
প্রিয়া তুমি এক যাদু কারিনি
মোর হৃদয় খানি তোমার প্রাণে।
আর হেসোনা আমার প্রাণে।
–লেখক-কবি,সাংবাদিক ও সমাজ সেবক।